মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতগত বছর শেষের দিকে ধুমধাম করে বিরাট কোহালিকে বিয়ে করেছেন আনুশকা শর্মা। আবার চলতি নভেম্বরে নাকি গাঁটছড়া বাঁধবেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। কিন্তু একটা সময় রণবীর-আনুশকার ব্যক্তিগত সম্পর্কের রসায়নের জল্পনা নিয়ে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তা হলে রণবীর-অনুষ্কার সম্পর্ক দানা বাঁধল না কেন?
যদিও নিজেদের সম্পর্ক নিয়ে সে ভাবে প্রকাশ্যে কখনও কথা বলেননি দুই তারকাই। তবে কর্ণ জোহরের একটি চ্যাট শো-এ গিয়ে নাকি মজা করেই মুখ খুলেছিলেন রণবীর-আনুশকা।
কর্ণের ওই শোয়ে গিয়ে নাকি হাসতে হাসতে আনুশকা বলেছিলেন, 'আমি কেন রণবীরের সঙ্গে ডেট করিনি জান? ও খুব নোংরা ছেলে…।' এতদিন পর সে মন্তব্য নিয়ে মজা করেই আলোচনা শুরু হয়েছে বলি মহলে।
২০১০-এ মুক্তি পেয়েছিল ‘ব্যান্ড বাজা বারাত’। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-আনুশকা। রণবীরের ওটাই ছিল বলি ডেবিউ। ওই ছবির শুটিংয়েই নাকি একে অন্যের প্রেমে পড়েন। তবে ২০১১-এ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনও একটি ঝামেলার সূত্রে তাদের সম্পর্ক ভেঙে যায় বলে মনে করেন বলি মহলের একটা বড় অংশ।
সূত্র: আনন্দ বাজার
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন