মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতকক্সবাজারের চকরিয়ায় ফের প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সাথে যাত্রীবাহী টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং ইনানী রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হারবাং ইউনিয়নের জমিদার পাড়া ৪নং ওয়ার্ড এলাকার আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের(৫০), একই ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার আবদু ছত্তারের পুত্র তাজ উদ্দিন(২৪), পেকুয়া উপজেলার দশের ঘোনা রাজাখালীর আবদুল খালেকের ছেলে মো. ইউনুচ মিয়া(৩৫)। নিহত নারীর পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) নূর-এ খবর নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি ফাঁড়িতে আটকে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী প্রাণ কোম্পানির মালামাল বহনকারী একটি পিকআপ ভ্যান হারবাং ইনানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত হন। এছাড়া আহতদের মধ্যে চারজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার এক কিলোমিটার দূরে অপর সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ সাতজন প্রাণ হারান।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন