১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতহল্যান্ড সরকার ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত মার্কিন জোটকে জঙ্গি বিমান দিয়ে আর সহযোগিতা করবে না।
ডাচ সরকার শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন কথিত দায়েশ বিরোধী জোটে হল্যান্ডের এফ-১৬ জঙ্গিবিমান মোতায়েন রাখার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। এরপর আর ওই মেয়াদ নবায়ন করা হবে না। খবর পার্সটুডে'র।
বিবৃতিতে বলা হয়, চলতি বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাচ সরকার ইরাক ও সিরিয়া থেকে নিজের চারটি এফ-১৬ জঙ্গিবিমান দেশে ফিরিয়ে নেবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিরিয়া ও ইরাকে দায়েশ বিরোধী যুদ্ধ চালানোর জন্য কথিত সামরিক জোট গঠন করা হয়। হল্যান্ড এতদিন ওই জোটের সদস্য ছিল।
মার্কিন সরকার এমন সময় দায়েশ বিরোধী যুদ্ধ করার ভান করছে যখন প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, আমেরিকা এবং তার পশ্চিমা ও আরব মিত্ররা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য জঙ্গি গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন