আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সিনেমাপাড়ায় নাম লেখানোর আগে থেকেই বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। সহকর্মীদের দুঃখ-বিপদে পাশে দাঁড়ানোর সুনাম রয়েছে তার। এবার সেই কাজগুলোকে পূঁজি করেই এবার নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন পরী।
তবে জাতীয় বা স্থানীয় পর্যায়ের নির্বাচন নয়, সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনে লড়ার। অর্থ্যাৎ সবকিছু ঠিক থাকলে পরীমণি আগামী বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন। এমনটাই জানালেন তিনি।
পরীমনি বলেন, ‘আমাকে অনেকেই এ পরামর্শ দিচ্ছেন অনেকদিন ধরে আমি যেন নির্বাচন করি। এতদিন নিজেকে তৈরি করেছি। এখন আমি লড়াই করতে প্রস্তুত। চলচ্চিত্র শিল্পীদের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখতে চাই। শিল্পী সমিতি আমাদের প্রাণের সংগঠন। এখানে নির্বাচন করার মজাও আছে।’
তবে কোন পদে নির্বাচন করবেন সেটা প্রকাশ করেননি পরীমনি। কিছুটা রহস্য করে জানান, মাঠে যেহেতু নামব, বড় পদের জন্যই নামব।
পরীমনি অভিনীত সর্বশেষ ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পায়। দেশ মাতিয়ে ছবিটি এখন ঘুরে বেড়াচ্ছে বিদেশের সিনেমা হলগুলোতে। সেখানে প্রবাসীদের কাছে বেশ ভালো সাড়া পাচ্ছে এটি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে ছিলেন নবাগত ইয়াশ।
সূত্র: মিডিয়াপোস্ট২৪
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন