১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতটলিউডের অভিনয়শিল্পী দেব-রুক্মিনির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা রসালো গুঞ্জন শোনা গেলেও কখনো তা স্বীকার করেননি এই যুগল। এবার দেব খোলামেলাভাবেই জানিয়ে দিলেন, রুক্মিনি মৈত্রর সঙ্গে দীর্ঘ সময় ধরে প্রেম করছেন তিনি।
দেব অভিনীত পরবর্তী সিনেমা ‘হইচই আনলিমিটেড’। সিনেমাটির শুটিং হয়েছে উজবেকিস্তানে। এতে রুক্মিনি অভিনয় না করলেও শুটিংয়ের সময় সেখানে গিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে এখন টলিপাড়ায় নানা কথা উড়ছে।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেব বলেন, “নিন্দুকেরা তো অনেক কিছুই বলে। তারা তো ‘হইচই’ সিনেমাটিকে পাকিস্তানি সিনেমার রিমেকও বলেছে। কোন কথাটা শুনব? আমার সিনেমা, আমার অর্থ, আমার টিম অথচ রুক্মিনিকে নিন্দুকের আপত্তি! গত ছয় বছর ধরে আমরা প্রেম করছি। আর রুক্মিনি তো প্রথমবার আমার সঙ্গে আউটডোরে যায়নি। আমার সব নায়িকাই ওকে সেটে দেখেছে।’
বিয়ের কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে দেব বলেন, ‘শ্রীকান্ত মেহতাই মাথা থেকে নামছে না! আমার স্বপ্নে এখন শুধুই এসভিএফ, আইনক্স, অ্যাক্রোপলিস, নর্থ কলকাতার সিনেমা হল। বিয়ের কথা পরে ভাবব।’
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন