১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার রামগড় সীমান্ত সংলগ্ন বাগান বাজার ইউনিয়ন হতে মদসহ দু’জনকে আটক করেছে হেঁয়াকো ফাড়ির বিজিবি টহল দল৷
বিজিবি সূত্রে জানা যায়, হেঁয়াকো বিজিবির টহল কমান্ডার হাবিলদার হাবীবের নেতৃত্বে একটি দল শনিবার রাত ২ টার দিকে অভিযান চালিয়ে ২ জন চোরাকারবারি সহ ৩৭ বোতল ভারতীয় মদ এবং ৩২ বোতল বিয়ার ও একটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হন৷
আসামীরা হলেন- মোঃ জহির(২৪), পিতা. ওবায়দুল হক এবং মোঃ আনোয়ার হোসেন(২৬) পিতা. আবদুল মালেক৷
উভয়ের বাড়ই বাগান বাজার ইউনিয়নের আধাঁর মানিক এলাকারা শান্তি নগরে বলে জানা যায়।
বিজিবির টহল কমান্ডার হাবীব বলেন, দু’জনকেই আজ রবিবার ভুজপুর থানায় হস্তান্তর করা হবে৷
এদিকে ভুজপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীন জানান, এখনো আসামীদের থানায় হস্তান্তর করা হয়নি। যখন হস্তান্তর করা হবে তখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হবে৷
মোঃ ইফতেখার, চট্টগ্রাম প্রতিনিধি
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন