১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসৌদি আরবের ভিন্ন মতাবলম্বী ও আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ও বিদেশী চাপের ঘটনায় দেশটির শেয়ার বাজারে বড় রকমের দরপতন ঘটেছে।
গতকাল রোববার দিনের শুরুতেই সৌদি স্টক মার্কেটে শতকরা ৭ ভাগ দরপতন হয় যা ছিল ২০১৪ সালের পর প্রথম বড় ধরনের দরপতনের ঘটনা।
বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে সৌদি আরবের জন্য অর্থনৈতিক সংকটের শুরু; আজ হোক কাল হোক এ ঘটনা সৌদি আরবের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
দু'দিন সাপ্তাহিক বন্ধের পর গতকাল স্টক মার্কেট খোলার পর লেনদেন শুরুর প্রথমেই তাদাউল আল-শেয়ারস ইনডেক্সে ৫০০ পয়েন্টের পতন ঘটে যা ছিল গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন।খবর - পার্স টুডে
মার্কেটের ১৫টি খাতের প্রায় সবগুলোতেই দাম কমার লাল চিহ্ন ছিল এবং তালিকাভুক্ত প্রায় সব শেয়ারের দাম কমে যায়। সৌদি স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যে প্রায় ৫ হাজার কোটি ডলার তহবিল হারায় যার পুঁজি বর্তমানে ৪৫ হাজার কোটি ডলার দাঁড়িয়েছে।
দুবাইয়ের শেয়ার মার্কেট বিশ্লেষক মুহাম্মাদ জিদান বলেন, কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সৌদি স্টক এক্সচেঞ্জে এমন দরপতন হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন