১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঘাতক বাউন্সারে আহত অধিনায়ক৷ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা৷ পিটর সিডলের ঘাতক বাউন্সার হেলমেটে এসে লাগলে মাথায় চোট পান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ৷
সে সময় ৩২ রানে ক্রিজে ছিলেন সরফরাজ৷ তৃতীয় দিনে ৮৯তম ওভারে সিডলের বাউন্সার ডাক করতে গিয়ে বিপদ ডেকে আনেন পাক অধিনায়ক৷ বল এসে হেলমেটে আঘাত করে৷ পরে অবশ্য ব্যাট হাতে স্কোরবোর্ড সচল রাখেন সরফরাজ৷ আউট হন ৮১ রানে৷
মাথায় চোট লাগার একদিন পর হঠাৎ তীব্র মাথা ব্যথা অনুভব করেন তিনি। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর সরফরাজের এই অসুস্থার কারণে আবুধাবীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তাই মাঠেই নামতে পারলেন না তিনি।
এরপর চতুর্থ দিন মাঠে ফিল্ডিং করেননি সরফরাজ৷ তার পরিবর্তে উইকেটের পিছনে দস্তানা হাতে দায়িত্ব সামলাচ্ছেন মহম্মদ রিজওয়ান৷ দলকে নেতৃত্ব দেন আসাদ সাফিক৷
পাকিস্তান দলের সূত্রে জানা গিয়েছে ম্যাচের চতুর্থ দিনের সকালে উঠে মাথায় ব্যথা অনুভব করাতেই তাকে স্ক্যানের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এটাই প্রথমবার নয়, দ্বিতীয় টেস্টের প্রথম দিন অজি পেসার মিচেল স্টার্কের বলে চোট পান সরফরাজ৷ আবুধাবিতে সেবার ৯৪ রানে ব্যাটিং করার সময় স্টার্কের শট বলে বাঁ-হাতে চোট পান৷ সেই চোট অবশ্য গুরুতর ছিল না৷ ম্যাচে সরফরাজের দ্বিতীয় চোট অবশ্য বেশ গুরুতর বলে মনে করা হচ্ছে৷ স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরই অবশ্য চোটের অবস্থা সম্পর্কে জানা যাবে৷
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন