১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনব্বইয়ের দশকের গানের ভুবন মাতিয়ে রাখা আর্ক ব্যান্ডের হাসান ভালো নেই। পার্কিনসন রোগে তিনি ভুগছেন বেশ কিছুদিন ধরেই। তবে এ বিষয়ে কাউকেই কিছু জানাননি তিনি। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি অনেকেরই চোখে পড়ে।
পার্কিনসন রোগটি বেশ জটিল। সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সের ভেতর এটি হয়। একবার হলে এটি থেকে কখনোই পুরোপুরি মুক্তি পাওয়া যায় না। পার্কিনসনের ৫ টি ধাপ আছে। শেষ ধাপে আক্রান্ত ব্যক্তি কথা বলা এবং চলাফেরা কোনোটিই করতে পারেন না।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি মুখের সামনে মাইক্রোফোনটি ধরে রাখতে পারছেন না।
নব্বইয়ের দশকজুড়ে নগরবাউল এলআরবি এবং আর্ক মাতিয়ে রেখেছিলো বাংলার তরুণদের। ব্যান্ড আন্দোলনের স্বর্ণযুগে হাসান আর্কের হয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সূত্র: সময় সংবাদ
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন