১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅনেক দিন পর ‘হিচকি’ দিয়ে বলিউডে ফেরেন রানি মুখার্জি। এ ছবিটি এখন বক্স অফিসে ব্লকবাস্টার। হিচকি বিস্ময় সৃষ্টি করেছে।
হিন্দুস্তান টাইমস বলছে, বিশ্বব্যাপী এ ছবির আয় দুইশ কোটি রুপি ছাড়িয়েছে।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে সিনেব্যবসায় বিশেষজ্ঞ তারান আদর্শ হিচকির এ খবর শেয়ার করে তিনি লিখেছেন, হিচকি বিশ্বব্যাপী দুইশ কোটি অতিক্রম করেছে। ভারতে এ ছবির বক্স অফিস সংগ্রহ ৫৮ কোটি রুপি। বিদেশে বক্স অফিস সংগ্রহ ২০ কোটি রুপি (চীন বাদে)। আর চীনে বক্স অফিস সংগ্রহ ১৩১ কোটি ৭২ লাখ রুপি (৩০ অক্টোবর পর্যন্ত, এখনো চলছে)। বিশ্বব্যাপী মোট আয় ২০৯ কোটি ৭২ লাখ রুপি।
হিচকিতে রানি মুখার্জির চরিত্রের নাম নয়না মাথুর। ভারতে হিচকি মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৩ মার্চে।
হিচকি হলিউডের ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’-এর (২০০৮) আদলে তৈরি করা হয়েছে। ব্র্যাড কোহেনের ‘ফ্রন্ট অব দ্য ক্লাস : হাউ ট্যুরেট সিনড্রোম ম্যাড মি দ্য টিচার আই নেভার হেড’-এর ওপর ভিত্তি করে নির্মিত। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন রানি মুখার্জি। রানি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ট্যুরেট সিনড্রোমে ভুগছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন