১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগত ৮ নভেম্বর ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় থাগস অব হিন্দোস্তান। মুক্তির দিনই রেকর্ড ৫২ কোটি রুপি আয় করে ছবিটি। অার মুক্তির মাত্র তিন দিনে ১০০ কোটি রুপি আয়ের সিনেমার তালিকায় নাম লেখায় সিনেমাটি।
তবে এর পরই সমালোচনার মুখে পড়ে। ফলে বক্স অফিস সংগ্রহ কমে যায়। ৬ দিনে এ পর্যন্ত আয় ১৩৪ কোটি রুপি।
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিটি নির্মিত হয়েছে ১৮৩৯ সালে ফিলিপ মেডোস টেইলরের লেখা ‘কনফেশন অফ আ ঠগ’ উপন্যাস অবলম্বনে। এই ছবির মাধ্যমে উপনিবেশিক আমলে ভারতের প্রতারকচক্র বা ঠগদের নানা দুঃসাহসিক কাণ্ড তুলে ধরা হয়েছে।
ছবিতে আমির খান ছাড়াও আছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন