আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিত১২৫ সিসির নতুন স্কুটার আনলো হিরো। এটির মডেল হিরো ডেসটিনি ১২৫।
হিরো ডেসটিনি স্কুটারে রয়েছে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮.৭ বিএইচপি শক্তি এবং ১০.২নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। অধিক মাইলেজের জন্য এই ইঞ্জিনকে বিশেষভাবে টিউন করা হয়েছে।
সম্প্রতি ভারতে এই স্কুটার অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ভারতে এলএক্স এবং ভিএক্স এই দুই ভার্সনে স্কুটারটি পাওয়া যাবে। দেশটির বাজারে এলএক্স ভার্সনের দাম ৫৪ হাজার ৬৫০ রুপি। ভিএক্স ভার্সনেরদাম ৫৭ হাজার ৫০০ রুপি। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে নতুন এই স্কুটার ডেলিভারি শুরু হবে।
এক লিটার পেট্রলে তাদের নতুন স্কুটার ৫১ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে হিরো দাবি করছে।
হিরো ডেসটিনি ১২৫ দেখতে অনেকটা ১১০ সিসির হিরো ডুয়েটের মতই। ১২৫ সিসির ডেসটিনি স্কুটারে ডুয়েট স্কুটারের সাসপেনশন ও ব্রেক ব্যবহার করা হয়েছে।
স্কুটারটিতে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, পাস সুইচ, বাইরে থেকে তেল ভরার সুবিধা ইত্যাদি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন