মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতচলচ্চিত্র ও নাট্য পরিচালক এবং অভিনেতা আমজাদ হোসেন এর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল, সোহেল আরমান ও পরিচালক এস এ হক।
আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, বাবার উন্নত চিকিৎসা নিয়ে আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে বাবার অসুস্থতার সংবাদ জানার পর মূলত তিনি আমাদের ডেকেছিলেন। বাবার চিকিৎসার সকল দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনার নির্দেশনামতে, বাবাকে প্রয়োজন হলে এখন দেশের বাইরে নেয়া হবে।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির একদিন পর তার সবশেষ অবস্থা তুলে ধরেন চিকিৎসক। তাকে এখনো লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছয় সদস্যের মেডিকেল বোর্ড আগামী ৭২ থেকে ৯৬ ঘণ্টা তাকে পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন