১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগত বছরের ২৯ এপ্রিল ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান কলকাতার মডেল সোনিকা সিং চৌহান। এ ঘটনায় তার বন্ধু, কলকাতার টেলিভিশন অভিনেতা বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়। সম্প্রতি এ মামলা থেকে অব্যাহতি চেয়েও পাননি বিক্রম। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় বন্ধুমহল, সহকর্মীদের সঙ্গেও বিক্রমের দূরত্ব তৈরি হয়েছে। অভিনয় থেকেও কিছুদিন দূরে ছিলেন তিনি। যদিও আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি এসব বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম। গত এক বছরে আপনি কতটা বদলে গেছেন? এমন প্রশ্নের উত্তরে বিক্রম চ্যাটার্জি বলেন, ‘বদলানোর চেয়ে, কে আমার জীবনে গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি। এই উপলব্ধিটার খুব দরকার ছিল। কাজ, বন্ধু এদের গুরুত্ব দিতে গিয়ে বাবা-মাকে কম সময় দিতাম। এখন পরিবারকে আগের চেয়ে অনেক বেশি সময় দিই। একমাত্র পরিবারের লোকজনই নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমারও তাদের কিছু দেওয়া উচিৎ।’
এক প্রশ্নের জবাবে বিক্রম বলেন, ‘মানুষ চেনা খুব কঠিন কাজ। সেই প্রক্রিয়া সারা জীবন ধরে চলতে থাকে। তবে অর্ক, সোলাঙ্কি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, সম্পূর্ণা, সুদীপ্তাদি এদের কথা আলাদা করে বলব। সব কিছুতেই আমি এদের পাশে পেয়েছি।’
ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় মুখ বিক্রম। শুধু সিরিয়ালেই নয় সিনেমাতেও নিজের মেধা ও অভিনয় গুণের প্রমাণ দিয়েছেন তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন