মৌ-মাছির গুঞ্জনে মুখরিত চলনবিল
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ...
বিস্তারিতকুষ্টিয়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু (৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু। তিনি সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার মৃত আইজাল আলীর ছেলে। ডাকাতদের গোলাগুলির মধ্যে পড়ে পুলিশের ৪ সদস্যও আহত হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন