১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শেষ হলো ৭ দিনের বিহাইন্ড দ্যা মাস্কস-৩ প্রদর্শনী। সমাপনী দিনে প্রদর্শনীকে কেন্দ্র করে জয়নুল গ্যালারী ছিলো শিল্পী ও শিল্পানুরাগী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর।
প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ক্র্যাফট বিভাগের বর্তমান ও প্রাক্তন ৬জন শিক্ষার্থীর শিল্পকর্ম স্থান পেয়েছিলো। শিক্ষার্থীরা হলেন: মুহাম্মদ জাকির হোসেন, তাহমিনা সুলতানা রোজি, সজীব পাল, তুষার দে, সবুজ দাস ও রিজন আহম্মেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাসরীন আহমেদ আনুষ্ঠানিকভাবে ১৯ নভেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন। কাঠ, মেটাল আর অ্যাপ্লিকের মতো বিভিন্ন মাধ্যমে তৈরি নানা রকম মুখোশের এ প্রদর্শনী ২৫ নভেম্বর শেষ হয়।
শিল্পীদের কাজের বিষয় ‘বিহাইন্ড দ্য মাস্কস’। সেখানে কেউ কেউ প্রকৃতির মাধ্যমে জীবন ফুটিয়ে তুলেছেন, অনেকে লোকজ ও আদিবাসী সংস্কৃতিতে আন্তর্জাতিক প্রভাব উপস্থাপন করেছেন, কেউ ধর্মীয় বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আবার কেউ-বা আমাদের মুখ ও মুখোশের পিছনে লুকিয়ে থাকা অন্তর্জগতের চিত্র তুলে ধরেছেন।
তৃতীয়বারের মতো প্রদর্শনী হওয়ায় শিল্পীরা এবারের প্রদর্শনীর নাম রেখেছিলেন ‘বিহাইন্ড দ্য মাস্কস-৩’।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন