মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতআমেরিকার জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ফালনের ‘টুনাইট শো’-তে জিমির সঙ্গে ডুয়েটে গান গাইলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত পৃথিবীর প্রথম রোবট সোফিয়া।
২১ নভেম্বরের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিল বিভিন্ন রোবট। সোফিয়ার পাশাপাশি সেদিনের শোতে উপস্থিত ছিল এমআইটির তৈরি রোবট ‘মিনি চিতা’, টমেটো খাওয়ানো রোবট ‘টমাটান’।
‘মিনি চিতা’ ও ‘টমাটান’ বেরিয়ে যাওয়ার পর মঞ্চে ঢোকে সোফিয়া। প্রাথমিক আলাপচারিতার পর ফালন তাকে জিজ্ঞাসা করে সে গান গাইতে পারে কিনা।
সোফিয়া জানায়, সে গান গাওয়াও রপ্ত করে ফেলেছে। এরপর ফালন ও সোফিয়া দুজন মিলে গাইতে শুরু করেন ক্রিস্টিনা আগুইলেরার জনপ্রিয় রোমান্টিক গান ‘সে সামথিং’। সূত্র: যুগান্তর
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন