১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতরাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে মহাজোট প্রার্থীদের মনোনয়ন চিঠি দেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি চিঠি পাচ্ছেন আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরাও। শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে এসব চিঠি দেয়া শুরু হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেন- রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, নড়াইল-১ বিএম কবিরুল হক, পটুয়াখালী-২ আসম ফিরোজ, টাঙ্গাইল-২ ছোট মনির, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, চাঁদপুর-১ ড.মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ মোহাম্মদ শফিকুর রহমান, লহ্মীপুর-৩ এ কে এম শাহজাহান কামাল, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা ও ঢাকা-৭ হাজী সেলিম।। এসব আসনে দুইজন করে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।
মহাজোটের শরিকদের মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন করার চিঠি পেয়েছেন- জাসদের শিরীন আখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪), হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-), বিকল্পধারা বাংলাদেশের এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪)।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, যে ১৭টি আসনে দুইজন করে প্রার্থী ছিলেন তাদের একক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সম্পাদকের হাত থেকে এসব চিঠি নিচ্ছেন শরিক দলের প্রার্থীরা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন