১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় চলনবিলের মাঠে মাঠে এখন সৌন্দর্য্যমন্ডিত হলুদ সরিষা ফুল। গ্রামের দিগন্ত মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে। এ মৌসুমে দেশে বিভিন্ন স্থান থেকে চলনবিলে মৌচাষীরা এসেছে মধু সংগ্রহে।
ইতিমধ্যেই এ বছর চলনবিলে প্রায় ৩শ’ মৌ-চাষীরা হাজার হাজার মৌ-বক্স নিয়ে এসেছেন মধু সংগ্রহের জন্য। সরিষার ক্ষেতে পাশে স্থাপন করেছে শত শত মৌ-বক্স। প্রতিটি বক্স থেকে সপ্তাহে ৫ থেকে ৬ কেজি করে মধু সংগ্রহ হয়ে থাকে। আর সপ্তাহ শেষে ঢাকা থেকে মধু সংগ্রহকারি বিভিন্ন কোম্পানির লোক এসে প্রতিমণ মধু ৪ হাজার থেকে ৪৫ শ” টাকা করে ক্রয় করে নিয়ে যায়। এ বছর চলনবিলের তাড়াশ উপজেলায় ৬ হাজার ১ শত ১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষি অধিদপ্তর ধারণা করছে, এ উপজেলার মাঠ থেকে এ বছর ২০ থেকে ২৬ টন মধু সংগ্রহ করা সম্ভব হবে।
সাতক্ষীরা থেকে আসা মৌ-চাষী আবুল আলীম জানান, আমরা প্রতিবছর এ সময় চলনবিলে আসি মধু সংগ্রহ করতে। আমার খামারে ২৫০ টি মৌ-বক্স আছে। প্রতিটি বক্স থেকে সপ্তাহে ৫ থেকে ৬ কেজি করে মধু সংগ্রহ করতে পারি। কোম্পানির লোক এসে প্রকার ভেদে প্রতিমণ মধু ৪ হাজার থেকে ৪৫ শ” টাকা করে ক্রয় করে নিয়ে যায়।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সরিষা ও মৌ-চাষে সচেতনতা বৃদ্ধিও জন্য প্রশিক্ষণ দিচ্ছি। আশা করছি এ বছর সরিষার বাম্পার ফলন হবে ও ২০ থেকে ২৫ মেট্রিক টন মধু সংগ্রহ হবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন