মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতপর্দা নেমেছে 'মিস ওয়ার্ল্ড-২০১৮' প্রতিযোগিতার। এবার এই প্রতিযোগিতার মুকুট নিজের করে নিয়েছেন মেক্সিকোর সুন্দরী ভেনেসা পন্স ডি লিওন। গতবারের বিশ্ব সুন্দরী মানুশি চিল্লার মুকুট পরিয়ে দিয়েছেন ২৬ বছর বয়সী ভেনেসাকে।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসর ছিল এবার। চীনের সানাই শহরে বসে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চ। শনিবার রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ১১৮ দেশের সুন্দরীকে হারিয়ে মুকুট জিতে নিয়েছেন ‘মিস মেক্সিকো’।
গতবারের মতো এবারও বাংলাদেশের প্রতিযোগী 'মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় প্রতিযোগিতাটিকে ঘিরে বাংলাদেশিদের মাঝেও ব্যাপক আগ্রহ ছিল। তবে এবারও হতাশ হতে হয়েছে তাদের। বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী 'মিস ওয়ার্ল্ডে'র এবারের আসরে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিলেও এরপর আর এগোতে পারেননি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন