মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতউদয়পুরে চলছে ইশা আম্বানির বিয়ের ধুম। নাচেগানে মুখর চারপাশ। ধুমধাম করে পালন হয়েছে সঙ্গীত অনুষ্ঠান। রণবীর-দীপিকা, প্রিয়াঙ্গা-নিকের পর এবার বিগ ফ্যাট ওয়েডিং মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মেয়ে ইশার।
বিয়ে উপলক্ষে শুরুতেই চলছে একের পর এক ধামাকা। শুরুতেই দেখা মিলছে বড় বড় তারকের। শুধু এসেই নয় তারা তাদের চমক দেখাচ্ছেন।
ওবেরয় গ্রুপের উদয়ভিলায় ইশার সঙ্গীতে গোটা বলিউড সামিল হয়েছিল। অরিজিৎ সিং এর মেলোডি গানে রোমান্টিক মুডে কোমর দোলালেন পাত্র পাত্রী। কালা চশমা এবং দেশী গার্ল গানে অনুষ্ঠান মাতান প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ।
তবে এই অনুষ্ঠানের শেষে নজর কেড়েছেন হিলারি ক্লিনটন। শাহরুখ খান, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সঙ্গে বলিউডের গানে স্টেজ মাতিয়েছেন প্রাক্তন মার্কিন সেক্রেটারি।
১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ইশা আম্বানি ও আনন্দ পিরামল। সংগীত আর মেহেদি অনুষ্ঠান উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেলে হলেও বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িতে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন