১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার পুরস্কার পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিন এভারিস্তো।
এ বছর যৌথভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন। অ্যাটউড তার ‘দ্য টেক্সামেন্ট’ এবং এভারিস্তো ‘গার্ল, ওমেন, আদার্স’ উপন্যাসের জন্য এই সম্মান অর্জন করেন। মার্গারেট অ্যাটউড, এর আগে ১৯৭৪ ও ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন।
অর্ধশতাব্দীর প্রথা ভেঙ্গে প্রথমবারের মতো এক কৃষ্ণাঙ্গের হাতে উঠলো ইংরেজি সাহিত্যের মর্যাদাপূর্ণ পুরস্কারটি। বুকার পুরষ্কারের ৫০তম বার্ষিকীতে লন্ডনের গিন্ডহলে এক অনুষ্ঠানে তাদের এ পুরস্কার হস্তান্তর করা হবে।
স্থানীয় সময় গত সোমবার লন্ডনের গিল্ডহলে তাদের নাম ঘোষণা করেন বিচারকরা। অ্যাটউড 'দ্য টেস্টামেন্টস' এবং এভারিস্তো 'গার্ল ওমেন' বইয়ের জন্য এই পুরস্কার পান তারা। পুরস্কারের অর্থ প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার।
এ বছর শর্টলিস্টে যে ছয়জন লেখক বাছাই হয় তাদের ৪ জন নারী। এভারিস্তো এই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, 'আমিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই পুরস্কারের সম্মান অর্জন করেছি।'
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন