১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজনপ্রিয় লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রথমবারের মতো গান লিখছেন।
জানা যায়, নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য গান লিখবেন তিনি।
মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন। চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ছবিটির পাণ্ডুলিপি।
নির্মাতা জানান, ‘নসু ডাকাত কুপোকাত’ নামে অনুদান পেলেও মুহম্মদ জাফর ইকবাল ও মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে নামটি পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
পরিচালক জানিয়েছেন, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। ছবিটির জন্য দুটি গান তৈরি করতে হবে। দুটোই স্যার লিখবেন বলে আমাদের বলেছেন। তার এই আগ্রহটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকলো। কারণ, এবারই প্রথম তিনি গান রচনা করছেন। আশা করছি অসাধারণ কিছু হবে।’
অনুদানপ্রাপ্ত শিশুতোষ এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন