মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতক্রিকেট মাঠে একে অপরের ভালো সতীর্থ সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ বন্ধু তারা। স্বাভাবিকভাবেই একের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা অন্যের হৃদয় ছুঁয়ে যায়। সাকিবের আকস্মিক নিষেধাজ্ঞায় ব্যথিত তামিম।
ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করায় সাকিবকে দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এ সময়ে ফের কোনো অপরাধ করলে শাস্তি বাড়বে। সাকিবের শাস্তির খবর মঙ্গলবারই পান তামিম।
তারা দুজনে দেশে ওদেশের বাইরে খেলা করেছেন দীর্ঘদিন।খুব কাছের সঙ্গী বলে তৎক্ষণাৎ কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন তিনি। কিন্তু নিজের টাইমলাইনে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ড্যাশিং ওপেনার।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, '১২ মাস তোমাকে আমাদের দলে পাব না। এটা ভাবাও কঠিন। তবে আশা করি, তুমি শক্তভাবে ফিরবে। আগামী বছর এ দিনে আমাদের সঙ্গে ট্রেনিংয়ে থাকবে। আমরা আবার একসঙ্গে খেলব।'
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন