১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগ্রাহকের পছন্দের তালিকায় সবসময় নকিয়া শীর্ষে। নকিয়া সবসময় গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে এসেছে।নকিয়া গ্রাহকদের জন্য আরও একটি সুখবর নিয়ে আসলো।বাজারে আসতে চলেছে Nokia-এর নতুন ফিচার ফোন Nokia 800 Tough। বাংলাদেশের বাজারেও নকিয়া ৮০০ টাফ মডেলটি বিক্রির ঘোষণা দেয়।
ফোনটিতে আছে ২.৪ ইঞ্চির রঙিন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০x৩২০পিক্সেল। এতে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহৃত হয়েছে। ৫১২ এমবি র্যাম ও ৪ জিবি স্টোরেজ আছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ২১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। যা এক চার্জে টানা সাতদিন ব্যাকআপ দেবে।মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এটি আইপি সার্টিফায়েড। অর্থাৎ এটি হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না। পানিতে ভিজলেও কিছু হবে না। এর মূল্য ধরা হয়েছে ১০ হাজার ২৫০ টাকা। এটি একটি ফিচার ফোন হলেও এতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে।
ডিসেম্বরের শুরুতে ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হবে। ব্ল্যাক স্টিল এবং স্যান্ড কালারে ফোনটি পাওয়া যাবে। সিঙ্গেল ও ডুয়েল সিম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন