মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। রোববার সকাল পৌনে ৯টায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। তবে এখন পর্যন্ত শুরু হয়নি লঞ্চ চলাচল।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার বিকেল থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ চলাচল এবং রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, বুলবুলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়ার কিছুটা ভালো হওয়ায় সকাল পৌনে ৯টায় আবার ফেরি চলাচল শুরু করা হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন