১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতশুক্রবার (৮ নভেম্বর) তাহসান তার ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাচ্ছিলেন বেইলি রোডে একটি অনুষ্ঠানে । গানটির ‘এখনো বৃষ্টি পড়ে-বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি গাওয়ার পর দর্শক-ভক্তরা তাহসানের কণ্ঠে তাল মিলিয়ে আওয়াজ তুলতে থাকেন।
এরপর হঠাৎ গান গাওয়া থামিয়ে তাহসান বলে উঠলেন, “একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার।” তারপর তাহসান আবার গাইলেন গানের শেষ অংশ।
যা এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচনা হচ্ছে, এই কথাগুলো তাহসান বলেছেন সাবেক স্ত্রী মিথিলাকে উদ্দেশ্য করে। কিংবা বেইলি রোডে যেহেতু তরুণ-তরুণীদের প্রেমালাপ বা আড্ডার জন্য জন্যপ্রিয় স্থান তাই হয়তো তেমনই উদাহরণ টেনে কথাট বলেছেন।
কথাগুলো যার উদ্দেশ্যে তাহসান বলুক না কেন, সম্প্রতি সাবেক স্ত্রী মিথিলা আলোচনায় থাকায় তাহসানের এমন উক্তি দাগ কেটেছে ভক্তদের মনে।
সেই অনুষ্ঠানের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হাত ঘুরছে। ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।
এক নেটিজেন লিখেছেন, ‘একদিন এই বেইলি রোডে বৃষ্টিতে কত ভিজেছি রিকশায়—কথাটা অন্যরকম বেদনাদায়ক মনে হলো।’
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন