১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবিয়ে করলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সংগীতশিল্পী কিশোর দাশ।পরিবারের পছন্দ মতো কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাশকে বিয়ে করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর লেডিস ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এই সময় দুই পরিবারের সদস্য ছাড়াও সংগীত ও মিডিয়ার ভুবনের শতাধিক শিল্পী-কুশলী উপস্থিত ছিলেন।আগামী ১৮ নভেম্বর বিয়ের আরেকটি আনুষ্ঠান হবে তার জন্মস্থান চট্টগ্রামে।
সবার দোয়া চেয়ে সংগীতশিল্পী কিশোর বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। নতুন জীবন শুরু করলাম। সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করবেন।’
কিশোরের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘যাচ্ছ দূরে যাও তুমি’, ‘বনলতা সেন’, ‘এ হৃদয় করে তোর সাধনা’, ‘আকাশ বাতাস সাক্ষি রেখে’, ‘তোমাকে ভালোবাসি বলেছি বহুবার’, ‘লাগে কলিজাতে টান’ প্রভৃতি। এছাড়া এখন পর্যন্ত তার হাফ ডজন একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিজের কণ্ঠ-সুর-সংগীতে গানের সংখ্যা শতাধিক। একাধিক সিনেমার সংগীত পরিচালনাও করেছেন তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন