মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতইমার্জিং এশিয়া কাপের ম্যাচে শনিবার সৌম্যর ৭৩ রান ও শান্তর ৯৪ রানের ইনিংসের উপর ভর করে ভারতের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। আগের ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
এদিন সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দেয়া ২৪৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ দল।
দলের পক্ষে ওপেনার সৌম্য সরকার ৬৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন। ওয়ানডাউনে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৮ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৪ রান করেন। ৩৪ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন।
ভারতের বোলারদের মধ্যে সৌরভ দুবে ১টি, সানভীর সিং ১টি, সিদ্ধার্থ দেশাই ১টি ও যশ রাথোড ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রান করে অলআউট হয় ভারত। আরমান জাফর সেঞ্চুরি করেন। ১০৫ রান করে আউট হন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সুমন খান ৪টি, তানভীর ইসলাম ২টি, সৌম্য সরকার ২টি, মেহেদী হাসান ১টি ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন