মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল ২০১৯’। বিপিএলের এই বিশেষ আসরের এর প্লেয়ার্স ড্রাফট হবে রোববার সন্ধ্যায়। তার আগের দিন বিসিবি জানিয়েছে দেশি ও বিদেশি ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে আছেন। কে কত পারিশ্রমিক পাবেন, সেটাও জানিয়েছে বোর্ড।
মোট ১৮১ জন দেশি ক্রিকেটার থাকছেন ড্রাফটে। এই ক্রিকেটারদের আবার ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ । তারা পাবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে আছেন মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক। তাদের বেতন ২৫ লাখ টাকা।
‘বি’ ক্যাটাগরিতে আছেন সাব্বির রহমান, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, তাসকিন আহমেদসহ ২৪ জন। এই ক্যাটাগরির প্রত্যেকে পাবেন ১৮ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪১ জনকে। তাদের বেতন ধরা হয়েছে ১২ লাখ টাকা। ৮ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৫৯ জন, আর ৫ লাখ টাকার ‘ই’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪৪ জনকে।
ড্রাফটে বিদেশি ক্রিকেটার ৪৩৯ জন। বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৫টি ক্যাটাগরিতে।
বিদেশিদের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন ১১ জন ক্রিকেটার- ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, রাইলি রুশো, মোহাম্মদ নবী, হাসান আলী, শোয়েব মালিক, মুজিব উর রহমান, থিসারা পেরেরা, ড্যারেন ব্রাভো, ডোয়াইন স্মিথ, ডেন ভিলাস। তারা সবাই পাবেন সর্বোচ্চ ১ লাখ ডলার।
এ ছাড়া ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৩০ হাজার ডলার ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২০ হাজার ডলার। সবচেয়ে বেশি ৯৫ জন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের, পাকিস্তানের আছেন ৮৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৬৬ জন।
এবারের বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে বিসিবি নিজেদের ব্যবস্থাপনায় আয়োজন করছে এই আসর।
টুর্নামেন্টে দল থাকছে সাতটি- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার লিগ খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন