মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতচট্টগ্রামের পাথরঘাটার গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের একাংশ ধসে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধসহ হয়েছেন আহত হয়েছেন আরো ২৫ জন।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটনার ব্রিকফিল্ড রোডে বড়ুয়ার বিল্ডিংয়ে গ্যাস লাইনের এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এবং বাড়ির দেয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন, গ্যাস লাইন বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দেওয়ালের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম অবস্থায় ৫ জনকে মৃত্যু ঘোষণা করা হয়। পরে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তবে, দগ্ধসহ আহত ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের দেওয়ালের নিচে পথচারী চাপা পড়ে আছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন