মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৯-২০ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুলতান আলী, পাঁকা ইউপি সাবেক চেয়ারম্যান এড.আতাউর রহমান সহ অন্যান্যরা।
কৃষি অফিস সূত্র জানায়, চলতি প্রণোদনায় উপজেলায় ৪ হাজার ৩৩০ জন ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, মুগের বীজ এবং সাড়ে ৮৫ মেট্রিক টন ডিএপি ও সাড়ে ৪৩ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হচ্ছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন