মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতপ্রতিবছরের মতো এবারও তালিকা প্রকাশ করল ইএসপিএন। ফুটবলের জনপ্রিয় সাইট সনি ইএসপিএন ২০১৯ সালের সেরা দশ ফরোয়ার্ড-মিডফিল্ডার-ডিফেন্ডার-উইঙ্গার ও গোলরক্ষকের নাম প্রকাশ করেছে। প্রকাশিত ফরোয়ার্ডের তালিকায় সবার শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ইএসপিএনের মোট ৪০ জন এক্সপার্ট ২৫০ জন ফুটবলারদের মধ্যে সেরাদের নির্বাচিত করে থাকেন।
ফরোয়ার্ডের তালিকায় সবার ওপরে আছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। দ্বিতীয় জুভেন্তাসের পর্তুগিজ রাজপুত ক্রিস্তিয়ানো রোনালদো। তালিকায় তিনে আছেন পিএসজির বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে।
গোলকিপারের তালিকায় সবার শীর্ষে আছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা অ্যালিসন বেকার। দুইয়ে আছেন অ্যাতলেটিকো মাদ্রিদের ইয়ান অবলাক। তিনে বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। এ দিকে গত বছর শীর্ষে থাকা স্প্যানিশ ডেভিড ডি গিয়ারের হয়েছে পতন। বড় রকমের পতনের পর তিনি এখন আছেন তালিকার নবম স্থানে।
ডিফেন্ডারের তালিকায় সবার ওপরে আছেন নেদারল্যান্ডসের লিভারপুল গোলরক্ষক ভার্জিল ভ্যান ডাইক। দুইয়ে আছেন সেনেগালের নাপোলির কালিডো কোলিবালি। তিনে জুভেন্তাসের আরেক ডাচ ডিফেন্ডার ডি লিট।
মিডফিল্ডারের তালিকায় সবার ওপরে আছেন ম্যানসিটির পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভা। দুইয়ে আছেন আরেক ম্যানসিটি তারকা বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন। তিনে আয়াক্সের ডাচ মিডফিল্ডার ডনি ভ্যান দে বীক।
উইঙ্গারের তালিকায় আছেন ম্যানসিটির ইংলিশ তারকা রাহিম স্টার্লিং। লিভারপুলের সেনেগালের তারকা সাদিও মানে আছেন দুইয়ে এবং তিনে আছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড।
কোচের তালিকায় সবার শীর্ষে আছেন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ইয়ুর্গেন ক্লপ। দুইয়ে ম্যানসিটি বস পেপ গার্দিওলা ও তিনে আয়াক্সের এরিক টেন হাগ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন