আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতআগামী ২৬ ডিসেম্বর বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবীবাসী। এদিন সূর্যগ্রহণ। ১৭২ বছর পর এমন এক বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব। এটি সাধারণ কোনো সূর্যগ্রহণ নয়। এসময় সূর্যের চারপাশে দেখা যাবে আগুনের বলয়। বিজ্ঞানী যাকে বলেন ‘রিং অব ফায়ার’।
খালি চোখেই আগামী ২৬ ডিসেম্বর অভাবনীয় ‘রিং অব ফায়ারে’র দৃশ্য অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। এ সূর্যগ্রহণ চলবে অন্তত আড়াই ঘণ্টা ধরে।
এদিন প্রায় গোটা সূর্যটাকেই ঢেকে ফেলবে চাঁদ। সূর্যের অন্তত ৯১.৯৩ শতাংশই ঢেকে যাবে চাঁদের আড়ালে। সেই অবস্থা ২ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী হবে। সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ৮ মিনিট পর্যন্ত সেই দৃশ্য দেখা যাবে। দৃশ্যটি সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে ভাল দেখা যাবে।
সর্বশেষ পৃথিবীবাসী বিরল এমন দৃশ্য অবলোকন করেছিলো ১৭২ বছর আগে। ১৮৪৭ সালেও এবারের মতো সূর্যগ্রহণ দেখা গিয়েছিলো অগ্নিবলয়সহ। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিরল সূর্যগ্রহণের চোখ দিয়ে সরাসরি দেখা উচিত হবে না।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন