১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনতুন স্কুটার টিভিএস জুপিটার ক্লাসিক এলো ভারতের বাজারে। নতুন এই স্কুটারে থাকছে একটি সিএস সিক্স ইঞ্জিন।
স্কুটারটিতে ১১০ সিসির ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৭.৯ বিএইচপি শক্তি এবং ৮ নিউটন মিটার টর্ক টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে একটি সিভিটি গিয়ার-বক্স।
ইকো মোড ও পাওয়ার মোডে চালানো যাবে এই স্কুটার। ইকো মোডে কম পেট্রল পুড়িয়ে বেশি পথ অতিক্রম করা যাবে।
নতুন স্কুটারের সামনে থাকছে একটি টেলিস্কোপিক ফর্ক। পিছনে থাকছে আপগ্রেডেড অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার। সামনে ও পিছনের চাকায় থাকছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। দ্বিতীয় ভেরিয়েন্টে স্কুটারের সামনের চাকার সঙ্গে ডিস্ক ব্রেক থাকবে।
জেডএক্স (ডিস্ক ও ড্রাম), ক্লাসিক ও গ্রেন্ড ভেরিয়েন্টে এই স্কুটার পাওয়া যাবে। ধাপে ধাপে বিক্রি শুরু হবে এই ভেরিয়েন্টগুলো।
দিল্লিতে জুপিটার ক্লাসিকের দাম ৬৭ হাজার ৯১১ রুপি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন