১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআজ শনিবার ভোরে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরিয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০জন, নিখোঁজ আছেন ১৫ জন।
জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৮জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুইজনের অবস্থা আশঙ্কাশনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সদরঘাট থেকে যাত্রীবাহী বোগদাদিয়া-১৩ লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পৌঁছালে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের এক পাশে সজোরে ধাক্কা দেয় লঞ্চটি। এ সময় মানিক-৪ লঞ্চটির একপাশ দুমড়ে-মুচড়ে ভেতরে ঢুকে গেলে একজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন। লঞ্চ থেকে পানিতে পড়ে নিখোঁজ হন আরও ১৫ জন। পরে লঞ্চটির চালক দ্রুত ঢাকা চলে আসেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন