১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিততিন দিন হলো মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএল। এবারের বিপিএলে অনেক চমকের মধ্যে একটি চমক হলো নারী ধারাভাষ্যকর। আইপিএলের পর বিপিএলে টেলিভিশন দর্শকরা প্রথমবার শুনতে পাচ্ছেন নারী কণ্ঠ।
৪২ বছর বয়সী সেই নারী ধারাভাষ্যকারের নাম আনজুম চোপড়া। তিনি ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটাঙ্গন ছাড়েননি তিনি। পেশা হিসেবে ধারাভাষ্যকে বেছে নিয়েছেন। বিপিএলে সমান তালে আতহার আলি খান, শামীম আশরাফ চৌধুরীদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন।
দিল্লির এক খেলাপাগল পরিবারে জন্ম আনজুম চোপড়ার। তাই জন্মগতই খেলার প্রতি ভালোবাসা তার। শুধু প্রয়োজন ছিল প্রতিভা প্রকাশে কোন প্ল্যাটিফর্মটাকে বেছে নেবেন তিনি। বাবা কৃঞ্চান চোপড়া ছিলেন গলফার। নানা ভেড প্রকাশ সাহানি ছিলেন অ্যাথলেট।
তবে ভারতের জনপ্রিয় খেলাগুলোর অন্যতম ক্রিকেটকে বেছে নিলেন আনজুম। আনজুমের ছোট ভাইও বোনের অনুসরণ করলেন। ছোট ভাই নিরভান চোপড়া দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।
তবে ধারাভাষ্যের বেলায় নানার উত্তরসূরি হয়েছেন আনজুম। এককালে আনজুমের নানা ভারতের ক্রিকেটে ধারাভাষ্য দিতেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন