১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচলতি বঙ্গবন্ধু বিপিএলের চারদিনের প্রথম পর্ব ঢাকায় শেষ হয়েছে। এবার দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামে। কিন্তু নিজের জন্মস্থানের শহরের মাঠে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন ঢাকা প্লাটুনের তামিম ইকবাল। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জ্বরের সঙ্গে কুঁচকির চোটও ভোগাচ্ছে তাকে। মঙ্গলবার তার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা।
তামিমকে নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘আমার ধারণা মতে চট্টগ্রাম পর্বে খেলার সম্ভাবনা নেই তামিমের। তবে, কাল রিপোর্টটা পেলে নিশ্চিত করে বলা যাবে। আর কয়েকটা টেস্ট আছে, ডেঙ্গুর টেস্টও করা হয়েছে। ওর শরীর এখন দুর্বল, তবে আমার ব্যক্তিগত মত হলো, আগামী দু-চার দিনও খেলতে পারবে না এটা নিশ্চিত। শেষের দিকে একটা ম্যাচও খেলতেও পারে।’
তিনি বলেছেন, ‘তামিমকে আজ বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে। সে ভাইরাল জ্বরে ভুগছে। তেমন খারাপ কিছু না। আজ হাসপাতালে থাকতে বলেছে। কাল ছেড়ে দেবে। জ্বর কমছে আগের চেয়ে। কুঁচকিতে ব্যথা আছে, তবে ব্যথার চেয়ে আগে জ্বর নিয়ন্ত্রণ করতে হচ্ছে। জ্বরের জন্যই সে কয়েক দিন খেলার বাইরে থাকবে। কাল শরীর ভালো থাকলে ওর একটা স্ক্যান করানো হবে।’
দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে ফেরার পর ফর্মে ফেরার চেষ্টায় ছিলেন তামিম। বিপিএলের প্রথম ম্যাচে মাত্র ৫ রান করে আউট হলেও পরের ম্যাচেই ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। পরের ম্যাচে করেন ৩১ রান। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন