১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅস্ট্রেলিয়ায় এবারের তীব্র গরম ছাড়িয়েছে পূর্বের সব রেকর্ড। দেশটিতে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার ও এ সপ্তাহের শেষ দিকে আরও তাপপ্রবাহ আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
এই তাপদাহ থেকে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে তাই দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরী অবস্থা। বুধবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন।
এর আগে, ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন