১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকক্সবাজারের মহেশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন ওরফে জয়নাল ডাকাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত জয়নাল ওই এলাকার মুফিজুর রহমান প্রকাশ মজু বলীর পুত্র।
আজ বৃহস্পতিবার রাতে উপজেলার কালামারছাড়া ইউনিয়নের নোনাছড়িতে কালারমার ছড়ার পূর্ব নোনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত জয়নাল আবেদীন নিহত হন।
এ সময় একই এলাকার আলাদিনের পুত্র সন্ত্রাসী শাহজাহান (৩৩) ও ফজল করিমের পুত্র আবছারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পরে জয়নালের মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, নিহত জয়নাল এলাকার একজন দাগী সন্ত্রাসী। জয়নালে বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ অন্তত ৫টি মামলা রয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন