১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবড়দিনের ছুটি নিজ দেশ আর্জেন্টিনায় কাটাচ্ছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। রোববার তার স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে বার্সেলোনা থেকে আর্জেন্টিনায় পৌঁছান এই ক্ষুদে জাদুকর।
আলাভেজের বিপক্ষে ম্যাচে দলের ৪-১ গোলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। এই ম্যাচে একটি গোল করে চলতি বছরে ৫০ গোল নিয়ে শেষ করলেন মেসি। এই নিয়ে নবম বারের মতো বছরে ৫০ গোল বা তার অধিক করার কীর্তি স্থাপন করলেন এই ক্ষুদে জাদুকর।
ঘরের মাঠে আলাভেজকে হারানোর ঠিক পরের দিনই আর্জেন্টিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মেসি। এই যাত্রায় মেসির সঙ্গী হিসেবে বরাবরের মতো উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এনতেনোল্লা রোকুজ্জো। সেই সাথে আরও ছিলো মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরো। বড় দিনের ছুটি কাটিয়ে দলের সাথে আগামী বছরের ২ জানুয়ারি যোগ দেবেন মেসি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন