১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতপ্রিমিয়ার লিগের প্রধান প্রতিদ্বন্দ্বী লেস্টার সিটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মোহাম্মদ সালাহর লিভারপুল। বক্সির ডের ম্যাচেও ঝলক দেখিয়েছে লিগ শিরোপার পথে ছুটতে থাকা লিভারপুল
চলতি মৌসুমে লিভারপুলের প্রধান লিগ প্রতিদ্বন্দ্বী লেস্টার সিটি। কিন্তু ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে তারা অবশ্য লড়াই করতে পারেনি। অপ্রতিরোধ্য লিভারপুল নিষ্ঠুরভাবে তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। লিগের অর্ধেক ম্যাচ হতেই এক প্রকার লিগ শিরোপার দফারফা করে ফেলেছে
প্রথমার্ধের ৩১ মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোল করেন ব্রাজিল স্ট্রাইকার রর্বাতো ফিরমিনো। তার গোলেই ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে অল রেডসরা। ওই এক গোলেই লিভারপুল জয়ের পথে এগোচ্ছিল। কারণ লেস্টারের আক্রমণ লিভারপুল গোলবার পর্যন্ত যাচ্ছিল না। অল রেডসরাও আক্রমণের ইতি টানতে পারছিলেন না। কিন্তু ম্যাচের ৭১ থেকে ৭৮ এই সাত মিনিটের ঝলকে ম্যাচের চিত্র বদলে যায়
জেমস মিলনার ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। তিন মিনিট পরে আবার গোল করেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল করে অল রেডসদের ঐতিহাসিক শিরোপা এনে দেওয়া ফিরমিনো। ম্যাচের ৭৮ মিনিটে গোল করে লিগে দুইয়ে থাকা লেস্টারকে বড় ব্যবধানে উড়িয়ে দেন অ্যালেক্সজান্ডার অরনাল্ড।
এই জয়ের ফলে লিগে দুইয়ে থাকা লেস্টারের চেয়ে এক ম্যাচ কম খেলে লিভারপুল এগিয়ে গেছে ১৩ পয়েন্টে। সমান ম্যাচ খেলে লিগে তিনে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট ব্যবধান ১৪। চলতি মৌসুমে তাই লিগে লিভারপুলের সঙ্গে টেক্কা দেওয়া আরও কঠিন হয়ে পড়লো।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন