১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ এলাকায় তিন দিনব্যাপী মধুর মেলা শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই মেলার উদ্বোধন করেন। প্রয়াত মধু বাউলের কন্যা মমতাজ বেগম এমপি’র সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দীন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলার লোক-সংস্কৃতি বাউল গান আত্মার কথা বলে, বাউল গান অন্তরকে পরিশুদ্ধ করে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় এখনো বাউল গান টিকে আছে, এটিই বিশেষত্ব। এই গানগুলোর আবেদন কখনোই শেষ হবে না।
তথ্যমন্ত্রী এসময় সিঙ্গাইরের অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, এ উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জাদুকরী উন্নয়নেরই ফসল। মধুর মেলা মঞ্চ উদ্বোধনের পর সেখানে একটি বৃক্ষচারা রোপণ করেন মন্ত্রী।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমতুল্লাাহ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় রবিউল আলম ও শারমিন আক্তার, মানিকগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া বেগম, নাট্যনির্দেশক দেবাশীষ দীপ, সাপ্তাহিক সময় এখন আমাদের পত্রিকার সম্পাদক কামরুজ্জামান হিমু প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন