১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআজ থেকে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ পর্ব। আজ শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্ব। এই পর্বে সিলেটে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ।
বল মাঠে গড়ানোর একদিন আগে গতকাল থেকে সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়। নগরীর রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হয়।
এছাড়া প্রতিদিন ম্যাচ শুরুর পূর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারের বুথে মিলবে প্রতিদিনের ম্যাচের টিকিট।
বিপিএলের সিলেট পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে আজ দুপুর দেড়টায় রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট থান্ডার আতিথ্য দেবে কুমিল্লা ওয়ারিয়র্সকে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে খুলনা টাইগার্স। তৃতীয় অবস্থানে ঢাকা প্লাটুন। চতুর্থ অবস্থানে রাজশাহী রয়্যালস। পঞ্চমে কুমিল্লা ওয়ারিয়র্স, ষষ্ঠ অবস্থানে রংপুর রেঞ্জার্স এবং সপ্তম অবস্থানে আছে সিলেট থান্ডার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন