১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতশতবর্ষ উদযাপনে চমক দিতে পারে কলকাতার খ্যাতনামা ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল৷ ক্লাবের মাইলস্টোন বছরকে স্মরণীয় করে রাখতে ইউরোপের প্রথমসারির কোনও ক্লাবকে যুবভারতীতে হাজির করতে পারে ক্লাবটি।
গত বছর নভেম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার সদস্যের প্রতিনিধি দল ঘুরে গিয়েছে কলকাতায়৷ ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ছাড়াও যুবভারতী ক্রীড়াঙ্গনও পরিদর্শন করেছেন ম্যান ইউয়ের প্রতিনিধিরা৷ রেড ডেভিলসদের তরফে কলকাতায় আসার বিষয়ে এখনও সবুজ সংকেত মেলেনি৷ তবে ইউনাইটেডের মুখ চেয়ে বসে থাকতে রাজি নয় ইস্টবেঙ্গল৷তারা আলোচনা চালাচ্ছে লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও পিএসজির সঙ্গে৷
বায়ার্ন এর আগে অলিভার কানের বিদায়ী ম্যাচ খেলতে কলকাতায় এসেছিল৷ সুতরাং পুনরায় তাদের ভারত সফরে আসা অসম্ভব নয়৷ তবে লিভারপুল বা পিএসজির মতো দল ইস্টবেঙ্গলের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে এলে তা পশ্চিমবঙ্গ ফুটবলের বড় প্রাপ্তি হবে।
ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ইঙ্গিত মিলেছে যে, পিএসজি তাদের প্রাক মৌশুমে সফরে কলকাতায় আসার আগ্রহ প্রকাশ করেছে৷ ইউরোপের ক্লাবগুলি সচরাচর প্রাক মৌসুমে এশিয়া সফরে বেরোয় জুন-জুলাই মাসে৷
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন