১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআনুষ্ঠানিকভাবে তৃতীয় শীতকালীন যুব অলিম্পিকের পর্দা উঠলো। সুইজারল্যান্ডের লাজুনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ। বর্ণিল এই অনুষ্ঠানে প্রদর্শিত হয় মনোমুগ্ধকর নানা আয়োজন।
সুইজারল্যান্ডের লাজুন শহরে সবশেষ মশাল প্রজ্বলনের মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শীতকালীন যুব অলিম্পিকের। সুরের মূছর্নায় অলিম্পিকের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন অলিম্পিক আয়োজক কমিটি। উদ্বোধন ঘোষণা করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ও সুইস ফেডারেশনের প্রেসিডেন্ট। এরপর পরিচিতি পর্বে একে একে ৭৯টি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা আসেন জাতীয় পতাকা হাতে।
এবারের আসরে অংশ নিয়েছে ৭৯টি দেশের এক হাজার ৮৭২ জন অ্যাথলিট। ৮১টি ইভেন্টে লড়বেন তারা। ৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে শীতকালীন যুব অলিম্পিক আসর।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন