১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতরাজবাড়ীর খানখানাপুরে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আজ রোববার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদরের আহ্লাদিপুর গ্রামের নায়েব আলীর স্ত্রী রাশিদা বেগম (৪০), তার মেয়ে তাসলিমা খাতুন (১৫), ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার আবদুর রফিক নান্নুর ছেলে ইমরান হোসেন রিফাত (২২), গোয়ালন্দ উপজেলার শেখেরপাড়ার আরশাদ শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫)। তবে নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের দিকে যাবার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নারী ও তিনজন পুরুষ নিহত এবং আরো কয়েকজন যাত্রী আহত হয়।
ওসি জানান, আহতদের প্রত্যেককে গোয়ালন্দ সদর হাসপাতালে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন