আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র বড়পর্দায় অভিষেক হয় ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তাকে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। দীর্ঘদিন পর আবারো বড় পর্দায় ফিরছেন তিনি। তার সঙ্গে প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধছেন বড়পর্দার অভিনেত্রী নুসরাত ফারিয়া।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য ‘যদি...কিন্তু...তবুও’ শিরোনামে এ রোমান্টিক চলচ্চিত্র নির্মাণ করছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত পরিচালক শিহাব শাহীন।
তিনি জানান, ফেব্রুয়ারির শেষ নাগাদ ঢাকা, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে শুটিং হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়া হবে। অপূর্ব-ফারিয়া ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয়ের জন্য তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানাসহ আরও অনেকের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানালেন নির্মাতা।
উপস্থাপনা থেকে অভিনয়ে আসার নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’র মধ্য দিয়ে। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে ফারিয়ার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন