১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকোপা ইতালিয়ার রাউন্ড সিক্সটিনে রোমেলু লুকাকোর জোড়া গোলে কালিয়ারিকে ৪-১ হারিয়েছে ইন্টার মিলান। খেলা শুরুর প্রথম মিনিটে সান সিরোর দর্শকদের আনন্দে ভাসান লুকাকো। এরপর আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠা কন্তের শিষ্যদের আক্রমণে ব্যতিব্যস্ত থেকেছে কালিয়ারি শিবির।
রক্ষণে দেয়াল তুলেও কোনো লাভ হয়নি কালিয়ারের। ২২ মিনিটে নিকোলা বারেল্লার পাস থেকে পুনরায় ইন্টারকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার বোর্হা ভালেরো।
দ্বিতীয়ার্ধে ফিরে আবারও এক গোল করে স্পটলাইটটা নিজের দিকে টেনে নেন লুকাকো। ভালেরোর পাস থেকে দলের ব্যবধানটা ৩-০ করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।
৭২ মিনিটে অবশ্য ইন্টারও এক গোল হজম করে বসে। সেরির পাস থেকে গোলটি করেন ক্রিশ্চিয়ান ওলিভা। তবে তাতেও লাভ হয়নি কালিয়ারির। ৮০ মিনিটে আন্দ্রে রোনোচ্চিয়া তাদের জালে শেষ বলটি জড়িয়ে দেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন