১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা কী ধরনের পোস্ট দিচ্ছে, কোন পোস্ট লাইক ও শেয়ার করছে—এসব তথ্য সংগ্রহ করে রাখে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার। পরে এসব তথ্য বিজ্ঞাপন প্রচারের সময় একধরনের টুলস হিসেবে ব্যবহার করতে পারেন বিজ্ঞাপনদাতারা।
কারণ, যারা এসব বিষয়ে অনলাইনে খোঁজ করেছেন কিংবা বিষয় নিয়ে কোনো পোস্ট দিয়েছেন, সেসব ব্যবহারকারীকে লক্ষ্য করে এ ধরনের বিজ্ঞাপন প্রচারে অনুমোদন দিয়ে থাকে টুইটার।
এ বৈষম্যমূলক বিজ্ঞাপন প্রচারে অনুমোদন দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে টুইটার। তাদের প্রচারিত বার্তা কারা পাবে, তা–ও নির্ধারণ করে দেওয়া যেত বলে জানানো হয়।
বিষয়টি প্রথমে নজরে আনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং সঙ্গে সঙ্গে তা টুইটারকে জানায় তারা। এ সময় বিবিসি এক তদন্তের মাধ্যমে দেখায়, কয়েকটি আপত্তিকর, বৈষম্যমূলক শব্দ ব্যবহার করে হাজার হাজার ব্যবহারকারীকে নিশানা বানানো সম্ভব।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন